28 October 2018

যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে নিহত বেড়ে ১১


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গে ইহুদির একটি উপাসনালয় (সিনেগগে) হামলায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ হয়েছেকর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় চার পুলিশ সদস্যসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেনখবর আল-জাজিরার

ওই হামলার পর ৪৬ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী রবার্ট বোয়ার্সকে পুলিশি জিম্মায় রাখা হয়েছে পিটসবার্গ শহরের জননিরাপত্তা পরিচালক ‍ওয়েনডেল হিসরিচ বলেছেন, শনিবারের ওই সন্দেহভাজন হামলাকারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এজেন্ট বব জোন্স জানিয়েছেন, স্কুইরেল হিল এলাকার ট্রি অব লাইফ সিনেগগে একটি অ্যাসল্ট রাইফেল ও তিনটি হ্যান্ডগান দিয়ে হামলা চালান সন্দেহভাজন ওই ব্যক্তি

জোন্স বলেন, হামলাকারী সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি একজন পুলিশ সদস্যের সামনে পড়ে যান

স্থানীয় টেলিভিশন স্টেশন কেডিকেএ জানিয়েছে, একজন শ্বেতাঙ্গ ‍পুরুষকেপুলিশের হেফাজতে নেয়া হয়েছে

এদিকে হামলার আগে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বোয়ার্স বলেন, ইহুদি শরণার্থীদের একটি সংগঠন হিব্রু ইমিগ্র্যান্ট এইড সোসাইটি আমাদের মানুষজনদের হত্যা করতে আক্রমণকারীদের আনছেআমার মানুষদের হত্যা করা হচ্ছে সেটা আমি বসে বসে দেখতে পারি নাআপনাদের রাজনীতির দৃষ্টিভঙ্গি গোল্লায় যাক, আমি ব্যবস্থা নিচ্ছি

টুইটারের বিকল্প পেনসিলভানিয়াভিত্তিক গ্যাব সোশ্যাল মিডিয়ায় তিনি এটি পোস্ট করেন

উল্লেখ্য, শনিবার সাপ্তাহিক ‍উপাসনায় (সেবেথ) অংশ নিতে প্রায় ১০০ মানুষ ওই সিনেগগে হাজির হয়েছিলেনএসময় উপাসনারত ব্যক্তিদের ওপর স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই হামলা চালায় বোয়ার্স


শেয়ার করুন

0 facebook: