![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলে ধানখেতে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে স্থানীয় দুই যুবক।
২৮ অক্টোবর, রবিবার রাতে উপজেলার ঘোষপালার ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ধানখেত থেকে ওই নবজাককে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে কলেজ পড়ুয়া স্থানীয় দুই যুবক মিজানুর রহমান বিপুল ও তার ছোট ভাই হৃদয় রাস্তার ধারে বসে গান শুনছিলেন। এ সময় দুই যুবক-যুবতী ধানখেত থেকে উঠে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে দ্রুত চলে যায়। তখন ওই যুবকদের সন্দেহ হয়। পরে তারা ধানখেতের কাছে গেলে শিশুর কান্না শুনতে পান।
![]() |
ওই সময় খোঁজাখুঁজির একপর্যায় একটি বাজারের ব্যাগে কন্যা নবজাতক দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, কে বা কারা ওই নবজাকটিকে ফেলে রেখে চলে যায়। পরে মিজানুর ও তার ছোট ভাই হৃদয় ও স্থানীয় লোকজন নিয়ে নবজাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ শিশুটিকে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ আরও জানান, নবজাতকটি ধানখেতে ফেলে যাওয়ার চার থেকে পাঁচ ঘণ্টা আগে জন্ম নিয়েছে।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: