29 October 2018

ব্যারিস্টার মইনুলকে ডিভিশন দেওয়ার নির্দেশ


স্বদেশবার্তা ডেস্কঃ মানহানির মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণীর বন্দি মর্যাদা) দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টবিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৯ অক্টোবর) এ আদেশ দেন

আদালতে মইনুলের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেনগত মঙ্গলবার ওই মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন

গত সোমবার রংপুর মুখ্য মহানগর হাকিমের আদালতে মিলি মায়া বেগম নামের এক নারী মানহানির মামলা করেনওই মামলায় বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন

ওইদিন রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়

১৬ অক্টোবর মধ্যরাতে বেসরকারি একাত্তর টেলিভিশনের টক-শোতে আলোচকদের একজন ছিলেন মাসুদা ভাট্টিসেই টক-শোতে মাসুদা ভাট্টির প্রশ্নের জবাবে ব্যারিস্টার মইনুল বিরূপ মন্তব্য করেনএর জের ধরে ২১ অক্টোবর ঢাকায় মাসুদা ভাট্টি নিজে মানহানির একটি মামলা করেনএকইসঙ্গে সারাদেশে আর কয়েকটি মামলা হয়


শেয়ার করুন

0 facebook: