![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে যান।
সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য সম্বলিত দুটি চিঠি আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছে হস্তান্তর করেন তারা।
ঐক্যফ্রন্টের পাঠানো দুটি চিঠির একটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যটি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠানো হয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন গণফোরাম নেতা জগলুল হায়দার ও আ ও ম শফিউল্লাহ।
জগলুল হায়দার সাংবাদিকদের জানান, আমাদের ৭ দফার বিষয়ে তাদের চিঠি দিয়েছি। একটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং অপরটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর দেয়া হয়েছে।
চিঠির বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন তারা দুটি চিঠি দিয়ে গেছেন।
চিঠি গ্রহণের সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন ও আমিরুল ইসলামসহ আরও অনেকে।
0 facebook: