30 October 2018

একাদশ সংসদ নির্বাচনের সময় গণনা শুরু


স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাধারণ নির্বাচনের সময় গণনা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছেএবার ৭শ কোটি টাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যয় ধরা হয়েছেযা দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ২শ কোটি টাকা বেশি

দেশের রাজনৈতিক অঙ্গনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন মাঠ গরমইতিমধ্যে সরকার বিরোধীদের সঙ্গে সংলাপে বসার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরঅনেকেই একে বরফ গলার সঙ্গেও তুলনা করতে চাচ্ছেন

তবে বসে নেই নির্বাচন কমিশনওইতিমধ্যে সংস্থাটি জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটের আয়োজনে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছেকেননা, সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী আজ মঙ্গলবার থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যেই নির্বাচন করতে হবে

সাধারণ নির্বাচনের আয়োজনের চূড়ান্ত প্রস্ততির অংশ হিসেবে ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশনসেখানে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার প্রতিনিধিদের নির্বাচনকালীন সব ধরনের সহায়তার নির্দেশনা দেওয়া হবেএরপর ১ নভেম্বর প্রেসিডেন্টের আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করে প্রস্তুতির বিষয়টি অবহিত করবে ইসি
প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর আগামী ৪ কিংবা ৫ নভেম্বর একটি কমিশন বৈঠক করবে নির্বাচন কমিশনযে বৈঠকেই চূড়ান্ত করা হবে তফসিল ও ভোটের তারিখনির্বাচনের প্রস্ততি নিয়ে ইসি সচিব ইতিমধ্যে বলেছেন, সম্পন্ন হয়েছে তিনশ আসনের সীমানা নির্ধারণ এবং ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছেচূড়ান্ত করা হয়েছে ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্র এবং ২ লাখের বেশি ভোট কক্ষের তালিকা

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেছনেই ব্যয় হবে তিন ভাগের দুই ভাগ অর্থআর একভাগ রাখা হয়েছে নির্বাচন পরিচালনার জন্যএতে ৪শ কোটি টাকার ওপরে চলে যাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনেএরই মধ্যে বিজি প্রেসকে ব্যালট পেপার ছাপানোর জন্য প্রস্ততি নিতে চিঠি দেয়া হয়েছে

এবারের জাতীয় নির্বাচনে সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেনমোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জনআর নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জনতবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত যারা ভোটার তালিকায় যুক্ত হবেন তারাও ভোট দিতে পারবেনএতে ভোটার সংখ্যা আরো কিছু বাড়তে পারেএবার ভোটার প্রতি ৮ টাকা করে প্রার্থীদের ব্যয়সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ প্রায় ২৯টি দল ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বাতিলের দাবি জানিয়ে আসছেনতারপরও নির্বাচন কমিশন প্রথমবারের মতো সংসদ নির্বাচনে এ যন্ত্রে ভোট নেওয়ার প্রস্তুতি নিয়েছেগত কাল সোমবার মন্ত্রিসভায় তা অনমোদন দেয়া হয়েছেনির্বাচনের আগে ৮০ হাজার ইভিএম মেশিন প্রস্তুতএতে মোট কেন্দ্রের ১০ শতাংশ কেন্দ্র ভোট নেওয়া যাবে

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, আইনি কাঠামো পেলে আমরা ১০ শতাংশ কেন্দ্রে ভোট গ্রহণ করতে পারবোতবে ৩শ কেন্দ্রেও যদি ব্যবহার করতে চাই তবে আমাদের সক্ষমতার প্রয়োজন আছে


শেয়ার করুন

0 facebook: