30 October 2018

ইরাকে পবিত্র মসজিদে হামলা, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের মুসলিমদের মসজিদে হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেআজ মঙ্গলবার এ হামলা হয়, বলে দেশটির পুলিশ জানায়খবর রয়টার্সের। 

দেশটির খানাকিন শহরের রাস্তার পাশে অবস্থিত শিয়াদের এক মসজিদে এ হামলা হয়হামলায় নিহতদের ৩ জনই নারী

এখন পর্যন্ত দেশটির কোন সন্ত্রাসী গোষ্ঠী এই হামালার দায় স্বীকার করেনিদেশটির স্থানীয় এক সংবাদমাধ্যম জানায়, আইএস সমর্থিত সন্ত্রাসী এই হামলা চালাতে পারেঅতীতেও এমন ধরনের হামলা চালিয়েছে।  


শেয়ার করুন

0 facebook: