06 November 2018

১৪ দল ও জাপা একসাথে জোট করে নির্বাচনে যাবেঃ কাদের

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট একসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে ৫ নভেম্বর, সোমবার গণভবনে ১৪ দলীয় জোট এবং সম্মিলিত জাতীয় জোটের মধ্যে সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান

কাদের বলেন, ‘আমরা ঐকমত্যে পৌঁছেছি যে আমরা ১৪ দলসহ মহাজোট জোটগতভাবে নির্বাচনে প্রতিযোগিতা করব এবং একসাথে সরকার গঠন করবআইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’ ‘এ বিষয়ে ১৪ দলের সঙ্গে একমত হয়েছে জাতীয় পার্টিআসন ভাগাভাগি করার বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেননিপরে ছোট পরিসরে জাতীয় পার্টির সঙ্গে আলোচনায় তা চূড়ান্ত করা হবেপ্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় সংলাপ শুরু হয়ে শেষ হয় রাত ৯টার দিকে

এতে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাঅন্যদিকে জাতীয় জোটের ৩৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ


শেয়ার করুন

0 facebook: