![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন,‘আগামীকাল বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ বুধবার জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সাথে বৈঠকের সময় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি জোট নেতাদের উদ্দ্যেশে বলেন, আপনারা জানেন আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সাথে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশাকরি, কাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।
এরপর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ উপস্থিত আছেন। একটি সুষ্ঠু নির্বাচনে জন্য আশাকরি একটি ফলপ্রসু আলোচনা হবে।
সকাল ১১টা ২০ মিনিটে বৈঠকটি শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়।
এছাড়া চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী, ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন ৮ নভেম্বর তফসিল দিয়ে ২০ ডিসেম্বরের দিকে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে।
0 facebook: