![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার রাতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন জানান, সংবাদ সম্মেলনের পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার গণভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে ৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসন্ন নির্বাচন নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে ১ নভেম্বর সংলাপ করেন প্রধানমন্ত্রী। পরে পর্যায়ক্রমে বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোটের সঙ্গেও সংলাপ করেন তিনি। এরপর আজ ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ করেন প্রধানমন্ত্রী।
0 facebook: