08 November 2018

নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করায় শ্রমিককে মূত্রপান

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে চীনের একটি প্রতিষ্ঠান শ্রমিকদের ওপর অনেক দিন ধরে নানা অমানষিক নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছেচীনের একটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছেখবর এনডিটিভির।  

এনডিটিভির খবরে বলা হয়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে চীনের শ্রমিকদের মূত্রপান করানো হয়এছাড়া তেলাপোকা ও অনেক নোংরা জাতীয় খাবার তাদের খেতে বাধ্য করা হয়আবার কারো মাথার চুল জোর করে ন্যাড়া করে দেওয়া হয়তাদেরকে মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে

দেশটির দক্ষিণ-পশ্চিম গুইঝুই প্রদেশে অবস্থিত একটি প্রতিষ্ঠান শ্রমিকদের ওপর এমন নির্যাতন চালায় বলে চীনের সংবাদ মাধ্যমটি জানিয়েছেইতিমধ্যে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে চীন সরকারএছাড়া ওই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাকে জেলে পাঠানো হয়েছে বলে জানানো হয়

চীনের সংবাদমাধ্যমটি আরো জানায়, ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসা অনেক কর্মচারী এসব অভিযোগ জানায়ভুক্তভোগী এক কর্মচারী জানায়, চামড়ার জুতা না পরার কারণে তাকে ৫৬০ টাকা জরিমানা করা হয়


শেয়ার করুন

0 facebook: