08 November 2018

কারাগার থেকে মুক্ত আসিয়া বিবি


আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে কারাগার থেকে ছাড়া পেলেন আসিয়া বিবিপাকিস্তানের খিস্টান এ ধর্মালম্বী এ নারী আট বছর জেলে ছিলেনজেল থেকে ছাড়া পেয়েই তিনি বিমানে চড়েনতবে তার গন্তব্য কী ছিল তা জানা যায়নি

বিবিসি আজ বৃহস্পতিবার সকালে এ খবর প্রকাশ করেছে পাকিস্তানে ধর্ম অবমাননার মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসিয়া বিবিকে সম্প্রতি দেশটির সর্বোচ্চ আদালত খালাস দেনসাজা থেকে আসিয়াকে অব্যাহতি দেয়ার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে দেশটির ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো।  তারা আসিয়া বিবিকে পাকিস্তান থেকে বের হতে দেবে না বলেও হুমকি দেয়


শেয়ার করুন

0 facebook: