08 November 2018

ক্যালিফোর্নিয়ার বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বারে এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১২ জন নিহত হয়েছেনআহত হয়েছেন আরও দশ থেকে ১৫ জনপরে বন্দুকধারী নিজেও গুলি করে আত্মহত্যা করেনহামলার সময় বারটিতে শতাধিক কলেজ ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সংগীত অনুষ্ঠান চলছিলখবর ডেইলি মেইল ও লস অ্যাঞ্জেলস টাইমসের

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২০ মিনিটে লস অ্যাঞ্জেলস থেকে ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে থাউজ্যান্ড ওকস এলাকায় বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে কালো রঙের ওভারকোট পরিহিত সন্দেহভাজন এক বন্দুকধারী ১৮ বছরের তরুণ-তরুণীদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করেএতে হতাহতের এই ঘটনা ঘটেআহতদের মধ্যে একজন দারোয়ান, বারের এক নারী কোষাধ্যক্ষ ও কয়েকজন কলেজ শিক্ষার্থী রয়েছেন

হামলার সময় বারটিতে কলেজ কান্ট্রি সংগীত সন্ধ্যা চলছিলএই সময় সেখানে অন্তত ২০০ জন উপস্থিত ছিলেন

ভেঞ্চুরা কাউন্টি পুলিশ কার্যালয়ের ক্যাপ্টেন গারো কুরেদজিয়ান বলেছেন, জরুরি নম্বর ৯১১-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডেপুটি শেরিফ সার্জেন্ট রন হেলাসসেখানে তিনি গুলিবিদ্ধ হনদ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়পরে তিনি সেখানে মারা যানগত ২৯ বছর ধরে তিনি পুলিশ বিভাগে চাকরি করছেনদুই এক বছরের মধ্যে চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল

হামলাকারীর পরনে কালো রঙের ওভারকোট, চোখে কালো রঙের  সানগ্লাস এবং মুখের নিচের অংশে মুখোশ পরা ছিলতিনি বারের প্রবেশদ্বারে এসে দারোয়ানকে গুলি করে ভেতরে চলে যানএরপর তিনি এক নারী কোষাধ্যক্ষকে গুলি করে ড্যান্স ফ্লোরে দর্শকদের ওপর স্মোক গ্রেনেড ছুড়ে মারেন এবং এলোপাথাড়ি গুলি করা শুরু করেন

পুলিশ জরুরি নম্বরে ফোন পেয়ে ১১টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানসেখানে বন্দুকধারীর সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেএতে ডেপুটি শেরিফ গুলিবিদ্ধ হনস্থানীয় লস রবলেস হাসপাতালে নেয়ার পর তিনি সেখানে মারা যান

কিছুক্ষণ পর সোয়াট টিম ঘটনাস্থলে এসে পোঁছানতারা বারের ভেতর থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করেনএই সময় সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়ধারণা করা হচ্ছে, গুলি চালানোর পর তিনি নিজেও আত্মহত্যা করেন

কর্মকর্তারা বলছেন, এই হামলা পূর্ব পরিকল্পিতস্মোক গ্রেনেড ব্যবহারই তার প্রমাণ

পুলিশ জানায়, ঘটনাস্থলে অন্তত দুশো ব্যক্তি উপস্থিত ছিলেনহতাহতের সংখ্যা আরও বাড়তে পারে

গুলির ঘটনার সময় বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে উপস্থিত ছিলেন হল্ডেন হারাহপ্রায় প্রতি সপ্তাহে বন্ধুদের সঙ্গে তিনি এখানে আসেন বলে সিএনএনকে জানান

তিনি বলেন, ‘প্রায় ছয় মাস হলো এখানে এসেছিবন্ধুবান্ধবীদের সঙ্গে আড্ডা দেয়ার জন্য এটি চমৎকার জায়গাএকজন ভদ্রলোক সামনে দরজা দিয়ে প্রবেশ করে গেটের সামনে দাঁড়াল এবং ডান পাশে কাউন্টারের সামনে থাকা একজন তরুণীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে ওই ব্যক্তি

ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক রব রেনল্ডস জানান, বন্দুকধারী গুলি চালানোর আগে বারটিতে প্রচুর কলেজ শিক্ষার্থীর জমায়েত ছিল

রব রেনল্ডস বলেন, ‘বন্দুকধারী একটি স্বয়ংক্রিয় পিস্তল থেকে গুলি ছুড়েছেপিস্তলের পাশাপাশি সন্দেহভাজন হামলাকারী স্মোক গ্রেনেড ব্যবহার করেছেন।     

আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন

একজন প্রত্যক্ষদর্শী জানান, অনেকেই বারের জানালা ভেঙে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।  


শেয়ার করুন

0 facebook: