16 November 2018

১৯ বছর ধরে নদী সাঁতরে স্কুলে যাচ্ছেন এক শিক্ষক


আন্তর্জাতিক ডেস্কঃ এটা সিনেমা বা গল্প নয়, ভারতের কেরালা রাজ্যের মাল্লাপুরম জেলার পদিমজাত্তুমুড়ি নামে একটি প্রত্যন্ত গ্রামে বাস করেন আবদুর মালিকচাকরি করেন এই জেলারই মুসলিম লোয়ার প্রাথমিক বিদ্যালয়েস্কুলটির তিনদিকে রয়েছে কাদালুন্দিপুঝা নদী

আবদুর মালিকের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ২৪ কিলোমিটারসড়কপথে যেতে হলে প্রথমে মিনিট দশেক হেঁটে বাসস্ট্যান্ডে যেতে হয়এরপর দুইবার বাস পাল্টাতে হয়পরে বাস থেকে নেমে হাঁটতে হয় আরও ২ কিলোমিটার, তবেই স্কুল১৯৯২ সাল থেকে এই স্কুলে শিক্ষকতার করছেন আব্দুল মালিকছোট ছোট শিশুদের অঙ্ক শেখান তিনি

চাকরি নেওয়ার পর থেকে সড়কপথেই স্কুলে যেতেন আব্দুল মালিকপ্রতিদিন এক যুদ্ধকষ্ট তো আছেই, একই সঙ্গে সময় এবং অর্থ দুটোই লাগত অনেকযেতে আসতে ৬ ঘণ্টা লেগে যেতএক সময় স্কুলের অন্য শিক্ষকেরা আব্দুলকে পরামর্শ দেন, এভাবে কষ্ট করে না এসে আব্দুল স্কুলের কাছের নদীটি সাঁতরে আসতে পারেন তবে তার আর কোনো খরচ হবে নাসময়ও কম লাগবে

পরামর্শটি কাজে লাগায় আব্দুল মালিকশুরু হয় তাঁর নতুন জীবনবাড়ি থেকে স্কুলের পোশাক, বইপত্র, কাগজ কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস প্লাস্টিকের ব্যাগে বেঁধে নিয়ে প্রতিদিন সকালে চলে আসেন নদীর তীরেতারপর গামছা পরে নদী সাঁতরে বিদ্যালয়ের কাছের পাড়ে এসে পৌঁছান তিনিকাপড়চোপড় বদলে বিদ্যালয়ে যানএভাবেই চলছে ১৯ বছর৪৫ বছরের আব্দুল মালিক এখনো ছাত্রদের প্রিয় শিক্ষক

এত কষ্ট হলেও কখনো এই স্কুল ছেড়ে দেওয়ার কথা ভাবেননি আব্দুল মালিকএই স্কুলই যেন তাঁর আপন নিবাসএকদিনও অনুপস্থিত থাকেননি তিনি

আব্দুল মালিক বলেন, স্কুল থেকে যে বেতন দেয় তাতেই আমি সন্তুষ্টআমি ভালো আছিস্কুলে সাঁতরে যেতে কোনো কষ্ট হয় না আমারঅভ্যাস হয়ে গেছেবিদ্যালয়ের ছাত্ররা, সব শিক্ষকেরা আমাকে দারুণ ভালোবাসেন

প্রতিদিন সকাল ৯টায় বাড়ি থেকে বের হন আব্দুল মালিকহাঁটাপথ আর নদী সাঁতরে পৌঁছান স্কুলেতারপর ক্লাস সেরে আবার বাড়িএভাবেই চলছে এই শিক্ষকের জীবনসংগ্রাম


শেয়ার করুন

0 facebook: