18 November 2018

খালেদা জিয়াকে যিনি সাজা দিয়েছেন তার বিরুদ্ধে মামলা করব


স্বদেশবার্তা ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, খালেদা জিয়াকে যে হাকিম সাজা দিয়েছেন আমি তার বিরুদ্ধে মামলা করবোতিনি বলেন, আমি নির্বাচন করতে চাই না, চিল হয়ে সারাদেশ ঘুরে বেড়াতে চাই

মানুষকে জানাতে চাই শেখ হাসিনা বঙ্গবন্ধুর সন্তান, আমি বঙ্গবন্ধুর রাজনৈতিক সন্তানআমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত নেই, কিন্তু আদর্শ আছেবঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীদের নিয়ে গত মাসের ২৮ তারিখে একটি সমাবেশ ডেকেছিলাম, সেই সমাবেশে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে ৯ বার লিখিত আমন্ত্রণপত্র পাঠিয়েছিলামকিন্তু কোন জবাব পাইনি৩১ ডিসেম্বরের পর শেখ হাসিনা আমাকে চিঠি লিখতে লিখতে অস্থির হয়ে যাবেতিনি বলেন, খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে, যে বিচারক সাজা দিয়েছেন- এদেশে তারও বিচার হবেখালেদা জিয়া থুথু ফেললেও দুই কোটি টাকা হয়ে যায়

গতকাল শনিবার বিকেলে সখিপুর কাদের সিদ্দিকীর দীপ-কুঁড়ি-কুশি বাসভবনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনউক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর বলেন, বর্তমান আ.লীগ বঙ্গবন্ধুর আদর্শের, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের আ.লীগ নয়এখন এ আ.লীগে লুটেরাদের অনুপ্রবেশ ঘটেছেহাজার হাজার নয় লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার হলেও সরকারের কোন ভ্রুক্ষেপ নেই, অথচ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা দুই কোটি টাকার মামলায় সাজা দিয়ে পরিত্যক্ত কারাগারে নিক্ষেপ করেছেএখন খালেদা জিয়া মানে ১৭ কোটি মানুষবঙ্গবন্ধুর হত্যার যেভাবে প্রতিবাদ করেছিলাম এ লুটেরা সরকারের লুটপাটের বিরুদ্ধেও সেভাবে প্রতিবাদ করে গণতন্ত্র ফিরিয়ে আনবোআ.লীগ লুটেরা দলে পরিণত হওয়ায় আমাদের মতো লোক আজ আ.লীগে নেই


সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে ১৯৯৯ সালের ১৫ই নভেম্বর আ.লীগের ভোট ডাকাতির প্রতিবাদে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এ কে এম সালেক কিসলু, সম্পাদক এড. রফিকুল ইসলাম, সখিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. হাবিব, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম (শহিদ মুন্সী), উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলন আহবায়ক হাবিবুন্নবী সোহেল প্রমূখ


শেয়ার করুন

0 facebook: