স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২২ নভেম্বর পুলিশের সঙ্গে বিশেষ সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সভাপতিত্ব করবেন। চিঠিতে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র সচিব, জননিরাপত্তা বিভাগ এবং সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সুপারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।
0 facebook: