19 November 2018

দেশের সকল স্কুল-কলেজে ‘ঈদে মিলাদুন নবী’ উদযাপনে মন্ত্রণালয়ের নির্দেশনা


স্বদেশবার্তা ডেস্কঃ সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপনের জন্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছেআগামী ১২ই রবিউল আওয়াল ১৪৪০ হিজরী ইংরেজি ২১ নভেম্বর বুধবার পবিত্র ঈদে মিলাদুন নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে পালনের নিদের্শ দেয়া হয়েছে

আজ সোমবার ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়


নির্দেশনায় আরও বলা হয়েছেপবিত্র ঈদে মিলাদুন নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষ্যে দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে মহানবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনী ও কমের্র উপর আলোচনা, বিশেষ করে ইসলামি শান্তি, প্রগতি, সৌহার্দ, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে নিদের্শক্রমে অনুরোধ করা হলো



শেয়ার করুন

0 facebook: