19 November 2018

দুবাইয়ে বিশ্বের একমাত্র স্বর্ণ দিয়ে নির্মিত হোটেল


আন্তর্জাতিক ডেস্কঃ স্বর্ণ দিয়ে নির্মাণ করা হয়েছে হোটেলস্বর্ণ দিয়ে মোড়া এই প্রাসাদের সিলিংয়ের স্বর্ণের পাতা নিয়মিত পরিবর্তনও করা হয়

৩০০ কোটির ডলার ব্যয়ে হোটেল এমিরেটস প্যালেস নির্মাণ করা হয়েছেএটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল হোটেলএর নির্মাণকাজ শুরু হয় ২০০৫ সালে দুবাইয়ের এই হোটেলের আইকনিক স্বর্ণের সিলিংই মূল আকর্ষণ

২২০০ বর্গমিটার জায়গা নিয়ে ভবনের সিলিং স্বর্ণ ও স্বর্ণের পানিতে রুপার পাত দিয়ে পুড়ে রাখা হয়েছেএতে ব্যবহার করা হয়েছে ২২ ক্যারেটের স্বর্ণ এক বর্গমিটার সিলিংয়ে ৫০টি স্বর্ণের পাতা ব্যবহার করা হয়েছেপ্রতিদিন চার থেকে ছয় বর্গমিটার স্বর্ণের পাতা বদলাচ্ছে কুরিয়াকোসের টিম

এ জন্য ইতালি থেকে আনা হয় স্বর্ণের পাতসেগুলো থেকে পার্চমেন্ট পাতার মতো পাতলা টুকরো তৈরি করা হয়একটা লাল বেস কোটের ওপরে এই পাতাগুলো বসানো হয়এতে বিশেষ আঠা ব্যবহার করা হয়


শেয়ার করুন

0 facebook: