20 November 2018

বৃহস্পতিবার গায়েবি মামলা নিয়ে করা রিটের শুনানি


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবিমামলা নিয়ে রিটের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহম্মদ মাসুদ রানা ও অ্যাডভোকেট মো. ফারুক হোসেন

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিকরিটকারীদের পক্ষে শুনানি শেষ হলেও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করবেন বলে মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবির আদেশ দেন আদালতএর আগে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া গায়েবিমামলার দায়েরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এ ধরনের মামলা না দেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে দ্বিধাবিভক্ত আদেশ দেন হাইকোর্টপরে মামলাটি প্রধান বিচারপতির কাছে গেলে তিনি নতুন বেঞ্চ গঠন করে দেনপ্রধান বিচারপতি সেটি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চে শুনানির জন্য পাঠান

গত ২২ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়রিটে গত ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে করা চার হাজার মামলা এবং তিন লাখের বেশি লোককে আসামি করার কারণ জানতে চাওয়া হয়

একই সঙ্গে এ বিষয়ে অনুসন্ধান করার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়২২ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়


শেয়ার করুন

0 facebook: