22 November 2018

শ্রীলঙ্কার সবচেয়ে বড় গণকবর


আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কায় একটি গণকবরের সন্ধান পাওয়া যায়দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের মান্নার শহরে এই গণকবরের সন্ধান মেলেআর এটাকেই সবচেয়ে বড় গণকবর হিসেবে দাবি করছে শ্রীলঙ্কার বিশ্লেষকরা

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই গণকবর থেকে ২৩০টিরও বেশি মাথার খুলি পাওয়া গেছেএটা মূলত একটি যুদ্ধক্ষেত্র ছিল বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন বলছে, শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলার সময়ে এই অঞ্চলে ২০ হাজার মানুষ নিখোঁজ হয়

২৬ বছর ধরে দেশটির সৈন্য ও তামিল টাইগারদের মধ্যে চলা যুদ্ধে প্রায় ১ লাখ মানুষ মারা যায়শ্রীলঙ্কার এই গৃহযুদ্ধ শেষ হয় ২০০৯ সালে চলতি বছরের শুরুতে বাড়ি তৈরির জন্য খনন কাজ শুরু হলে এখানে মানব দেহের অস্তিত্ব পাওয়া যায়এরপর জায়গাটি আরও বেশি খননের নির্দেশ দেয় আদালত

পরবর্তীতে আরও বড় পরিসরে খনন শুরু হলে বের হয়ে আসে অসংখ্য মাথার খুলিএ সম্পর্কে খনন কাজের দায়িত্বে থাকা দলের প্রধান শ্রীলঙ্কার কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রত্মতত্ত্ববিদ অধ্যাপক রাজ সোমাদেভা বলেন, আমরা এখন পর্যন্ত ২৩০টি খুলি উদ্ধার করেছি

তিনি আরও বলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটা সবচেয়ে বড় গণকবর এখানে মানবদেহের চিহ্নের পাশাপাশি সিরামিকসহ বিভিন্ন কঠিন পদার্থের সন্ধান পেয়েছেন খননকারীরাএছাড়া কিছু কঙ্কালে জুয়েলারিও পাওয়া গেছে


শেয়ার করুন

0 facebook: