08 December 2018

ব্রাজিলে ব্যাংক লুটের চেষ্টাকালে গুলিতে নিহত ১২


আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে দুটি ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছেনএসময় ডাকাত দল একটি এটিএম বুথ বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে 

দ্য গার্ডিয়ানের খবর, শুক্রবার রাতে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ সিয়ারার মিলাগ্রেস শহরে ওই ঘটনা ঘটে 

স্থানীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৩০ মিনিটের দিকে দুই ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায় ডাকাতরাএসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয়পক্ষের মধ্যে ২০ মিনিটের মতো বন্দুকযুদ্ধ চলেএ সময় ৬ ডাকাত এবং তাদের হাতে জিম্মি থাকা দুই শিশুসহ আরও ৬ জন নিহত হয়

মিলাগ্রেস সিটি মেয়র লাইয়েলসন ম্যাকেদো ল্যানদিম বলেন, পুলিশের গুলিতে নয়, জিম্মি নাগরিকরা ডাকাত দলের হামলায় নিহত হয়েছেনএদের মধ্যে ৫ জনই একই পরিবারেরতাদের একটি গাড়িও ছিনতাই করেছে ডাকাতদল


শেয়ার করুন

0 facebook: