08 December 2018

ভারতে বাস খাদে পড়ে নিহত ১১


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেলে ১১ জন প্রাণ হারিয়েছেনএছাড়া, গুরুতর আহত হয়েছেন আরো ১৭ জনএদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎকরা

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের পুঞ্চের মান্ডি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছেগুরুতর আহত কয়েকজনকে হেলিকপ্টারে করে জম্মুর একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছেজম্মু-কাশ্মীরের লোরান থেকে পুঞ্চের দিকে যাচ্ছিল বাসটিদ্রুত গতিতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় পালেরার কাছে বাঁক নেয়ার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনপাহাড়ি ওই রাস্তা থেকে বাসটি ১০০ মিটার নিচে খাদে পড়ে যায়

এ সময় খাদের পাথরে ধাক্কা খেয়ে বাসের ছাদ উড়ে যায়আলাদা হয়ে যায় বাসের সামনের অংশটিওখবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীদের একটি দলউদ্ধারকাজে স্থানীয়রাও এগিয়ে আসে


শেয়ার করুন

0 facebook: