10 December 2018

আরব আমিরাতের প্রেসিডেন্টের অর্ধেক উপদেষ্টাই হবেন নারী


আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ঘোষণা দিয়েছেন, তাকে পরামর্শ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত অ্যাডভাইজরি কাউন্সিলের মোট সদস্যের অর্ধেক হবেন নারী

দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ওয়াম নিউজে শনিবারে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী বছর রিনিউ করার সময় কাউন্সিলে ৫০ শতাংশ নারী সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হবে

আরব আমিরাতের প্রেসিডেন্টের যে অ্যাডভাইজরি কাউন্সিল রয়েছে তাতে নারীদের নিয়োগ দেওয়া হয় ৯ থেকে ২০ বছরের জন্যতারা মন্ত্রিপরিষদ গঠন বা বরখাস্তের মতো কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন নাতবে সরকারের বাজেট ও আইন পাশের বিষয়ে মতামত দিতে পারেন

বর্তমানে কাউন্সিলের সভাপতি একজন নারী; আমাল আল কুবাইসিএ কমিটির ৪০ সদস্যের মধ্যে অর্ধেক সদস্যই চার বছরের জন্য নির্বাচিত হয়ে এসেছেনবাকিদের মনোনীত করেছেন দেশটির সাত আমিরাতের সাত শাসক


শেয়ার করুন

0 facebook: