![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার সান্দা প্রণালীতে আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির আঘাতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৮৪ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি বলছে, শনিবার রাত পৌনে ১০টার দিকে সুন্দা উপত্যকায় ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভে প্রচণ্ড ভূমি ধসের কারণে ওই সুনামির সৃষ্টি হয়।ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুনামিতে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
![]() |
সুনামির ফলে সাগরের নিচে ভূমিধসের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।গত সেপ্টেম্বরে দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে প্রাণ হারায় দুই হাজারেরও বেশি মানুষ।
এর আগে ১৮৮৩ সালে ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাতের কারণে উত্তপ্ত লাভায় পুড়ে ছাই হয়ে মারা যায় কয়েক হাজার বাসিন্দা। ওই সময় এর ফলে সৃষ্ট সুনামিতে ১৩৫ ফুট উঁচু ঢেউয়ে কমপক্ষে ৩০ হাজার মানুষকে ভাসিয়ে নিয়ে যায় সমুদ্রে।এদিকে, শনিবারের সুনামির পর খোলা আকাশের নিচে হাজার হাজার আতঙ্কিত মানুষ রাত যাপন করছেন। কেউ কেউ মসজিদসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আশ্রয় নিয়েছেন বলে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: