24 December 2018

ইন্দোনেশিয়ার সুনামির ঢেউয়ে ভেসে গেল রক ব্যান্ডের ১৭ জন! (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ সুনামিতে বিপর্যস্ত ইন্দোনেশিয়াএখন পর্যন্ত প্রায় ৩ শ' জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে; আহত হয়েছে সহস্রাধিক মানুষএই সুনামিতে সবচেয়ে হৃদয়বিদারক ও অভাবনীয় যে ঘটনা ঘটেছে সেটি হলো, স্থানীয় একটি রক ব্যান্ড স্টেজ পারফর্মেন্স করার সময় দলটির সদস্যদেরকে পানির ঢেউ ভাসিয়ে নিয়ে গেছে।  আকস্মিক জলস্রোতে ১৭ জন নিখোঁজ হয়েছেন

শনিবার প্রায় ২০০ দর্শকের সামনে ওই ব্যান্ডের সদস্যরা পারফর্মেন্স করছিলেনসে  সময়ের  একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছেসেখানে দেখা গেছে, ব্যান্ডের শিল্পীরা গান পরিবেশনের সময় সুনামির ঢেউয়ে স্টেজটি লন্ডভন্ড হয়ে যায়আকস্মিক সুনামির জলস্রোতে এ পর্যন্ত ৩ শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে

সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, ব্যান্ডটির লিড গিটারিস্ট বেঁচে আছেনব্যান্ডের ড্রামার সহ অন্য সদস্যরা এখনো নিঁখোজ রয়েছেন

ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণেই সুনামি সৃষ্টি হয়েছেওই আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছেজীবিতদের উদ্ধারে ইতোমধ্যেই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল


সূত্রঃ বিবিসি


শেয়ার করুন

0 facebook: