![]() |
শনিবার প্রায় ২০০ দর্শকের সামনে ওই ব্যান্ডের সদস্যরা পারফর্মেন্স করছিলেন। সে সময়ের একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে, ব্যান্ডের শিল্পীরা গান পরিবেশনের সময় সুনামির ঢেউয়ে স্টেজটি লন্ডভন্ড হয়ে যায়। আকস্মিক সুনামির জলস্রোতে এ পর্যন্ত ৩ শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, ব্যান্ডটির লিড গিটারিস্ট বেঁচে আছেন। ব্যান্ডের ড্রামার সহ অন্য সদস্যরা এখনো নিঁখোজ রয়েছেন।
ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণেই সুনামি সৃষ্টি হয়েছে। ওই আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। জীবিতদের উদ্ধারে ইতোমধ্যেই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল।
সূত্রঃ বিবিসি
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: