![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে সেনা মোতায়েন করেছে সৌদি আরব, সুদান ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের সেনাদেরকে ফোরাত নদীর পূর্ব উপকূলজুড়ে মোতায়েন করা হয়েছে। বলা হচ্ছে- আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এসব দেশ সিরিয়ায় সেনা পাঠিয়েছে।
লেবাননের আরবি ভাষার দৈনিক পত্রিকা আল-মানার গতকাল (রোববার) এ খবর দিয়েছে। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে আল-মানার জানায়, সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার আগেই এসব দেশ সিরিয়ায় সেনা মোতায়েন করেছে। পত্রিকাটি আরো জানিয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এক মাস আগে সিরিয়ায় সেনা মোতায়েন করে।
এদিকে, আল-মানার টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে দায়েশ সন্ত্রাসীদেরকে ইরান ও তার প্রতিবেশী দেশ আজারবাইজান এবং আফগান সীমান্তে পাঠানো হয়েছে। এছাড়া, কিছু সন্ত্রাসীকে উত্তর আফ্রিকা, লিবিয়া ও মিশরের সিনাই উপদ্বীপে পাঠানো হয়।
সিরিয়ার সেনাবাহিনীর কাছে মারাত্মক পরাজয়ের পর সন্ত্রাসীদেরকে এসব এলাকায় পাঠানো হলো। আমেরিকা বহু দায়েশ সন্ত্রাসীকে রাশিয়ার সীমান্তেও পাঠিয়েছে বলে আল-মানার জানায়।
সূত্রঃ ফাষ্ট টুডে।
সূত্রঃ ফাষ্ট টুডে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: