![]() |
ছবিঃ সংগৃহীত |
স্বদেশবার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের আলোচিত জাতীয় পার্টিও (এরশাদ) নেতা আল জয়নালের বিরুদ্ধে থানার ভেতরে পুলিশকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় সদর মডেল থানায় ওই ঘটনা ঘটে। তার বিরুদ্ধে নাশকতায় পৃষ্ঠপোষকতা করার মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার রাতে আল জয়নাল সদর থানায় এসে ডিউটি অফিসার এএসআই আনোয়ারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রাথমিকভাবে নিশ্চিত যে থানার ডিউটি অফিসারকে হত্যা করতেই এ কাজটি করেছেন জয়নাল। তবে একটি সূত্র জানায়, বৈধ অস্ত্র জমা দেয়ার জন্য অস্ত্র নিয়ে থানায় এসেছিলেন জয়নাল।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ মে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন আল জয়নাল।
এ ঘটনায় অল্পের জন্য তিনি রক্ষা পান। গুলির ঘটনায় থানায় কেউ আহত না হলেও বড় কোন দুর্ঘটনা ঘটতে পারতো বলে মন্তব্য করেন ওসি কামরুল ইসলাম।
0 facebook: