![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমান সিইসি মেরুদন্ডহীন ও অন্ধ। তাই তিনি সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন। অথচ দেশে বিরোধী দলীয় নেতাকর্মীরা মাঠে নামতে পারে না, নিজের এলাকায় জনগনের কাছে ভোট চাইতে পারে না।
বিরোধী দলীয় প্রার্থীদের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। অফিসে আগুন দেওয়া হচ্ছে, কর্মীদের মারধর করা হচ্ছে। আর বর্তমান সিইসি লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় ভোলা সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে বাংলার মানুষ এখন আর লুটেরা, দুর্নীতিগ্রস্তদের ক্ষমতায় দেখতে চায় না। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করে তারা কখনো জনদরদি, দেশপ্রেমিক এবং জনগনের বন্ধু হতে পারে না।
0 facebook: