28 December 2018

ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় জামান টাওয়ারে আগুন


স্বদেশবার্তা ডেস্কঃ জামান টাওয়ারে আগুন লেগেছেরাজধানীর পুরানা পল্টনের এই ভবনে আছে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়তবে ওই কার্যালয়ের কোনো সমস্যা হয়নি বলে জানা গেছেআগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে

শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে ওই ঘটনা ঘটেভবনের নবম তলায় এই আগুন লাগেওই ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের অন্যতম দল বিএনপিধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ঐক্যফ্রন্ট

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ভবনের নবম তলায় এনসিআর ক্রেডিট রেটিং লিমিটেডের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়ওই ভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার অফিস রয়েছেগ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের

বিকেল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনের কথা রয়েছেড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত থাকবেন

এদিকে ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আমাদের অফিসে কোনো সমস্যা হয়নিসংবাদ সম্মেলনের জন্য আমরা অপেক্ষা করছিলাম, তখনই শুনি ওপরে আগুন লেগেছেএ ঘটনা শোনার পর সবাই নিচে নেমে আসি


শেয়ার করুন

0 facebook: