28 December 2018

আধিপত্য বিস্তারকে কেন্দ্র জামালপুরে দুই পক্ষের সংঘর্ষ, ৩০টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ


জেলা প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছেএতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেনএ সময় ৩০টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে

শুক্রবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেসংঘর্ষ চলাকালে সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকেপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছরের ৩১ মে পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে বালু ব্যবসায় আধিপত্য নিয়ে সংঘর্ষে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিহত হন

এ ঘটনার জের ধরে নিহত জাহিদের চাচাতো ভাই ইউসুফ আকন্দ ও আসামি পক্ষের তোফাজ্জল হোসেন মিলিটারি গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলসম্প্রতি জাহিদ হত্যা মামলার আসামিরা জামিনে বের হলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়শুক্রবার সকাল ১০টার দিকে তোফাজ্জল মিলিটারির লোকজন ইউসুফ আকন্দকে সোনামুই বাজার থেকে সাহাপাড়ায় ধরে নিয়ে রামদা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষের ২২টি পরিবারের কমপক্ষে ৩০টি ঘরবাড়িতে হামলা-ভাঙেচুর করে এবং আগুন ধরিয়ে দেয়এ সময় উভয়পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধেপরে বিজিবি, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

এদিকে ঘটনাস্থল থেকে বিলাত মেম্বারের ছেলে নাসির উদ্দিনকে পুলিশ আটক করলে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেআটক বিলাতকে স্থানীয়রা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ও চার রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেসংঘর্ষ ও গুলিতে প্রায় অর্ধশত লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে

আহতরা হলেন- জনি (২০), নুরুল আকন্দ (৭৫), আক্তার (২৮), মারুফ হোসেন (৫৫), শরিফ (৩৫) ও সামছুল আকন্দ (৪৫), ইউসুফ আকন্দ (৪৫) ও গোলাম মোস্তফাসহ (৩৫) অন্তত ১৫ জনএদের মধ্যে ইউসুফ আকন্দ (৪৫) ও গোলাম মোস্তফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেঅন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন পিংনা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খন্দকার মোতাহার হোসেন জানান, তোফাজ্জল মিলিটারি ও তার লোকজন সব সময় এলাকায় নানা বিশৃঙ্খলা করে বেড়ায়তার নেতৃত্বেই সংঘর্ষের সূত্রপাত ঘটেএদের আইনের আওতায় আনা জরুরি

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে শুনেছিবিশৃঙ্খলাকারী কেউ আওয়ামী লীগের হতে পারে নাতারা যেই হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ও চার রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেবিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে


শেয়ার করুন

0 facebook: