02 January 2019

বিয়ের ৬ বছর পর স্বামীকে ডিভোর্স দিয়ে মন্দিরে বিয়ে করলেন দুই নারী

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ বিয়ের ছয় বছর পর স্বামীকে ছেড়ে বিয়ে করেছেন ভারতের উত্তরপ্রদেশের দুই নারীমঙ্গলবার বুন্দেলখণ্ডের এক মন্দিরে গিয়ে বিয়ে করেন তারা

ছয় বছর আগে কলেজে প্রথম দেখা হয় তাদের এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেপরে বাড়ির লোকজন জোর করে অন্য জায়গায় তাদের বিয়ে দেয়কিন্তু তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিলএতোদিন পর তারা সামাজিক মতে বিয়ের সিদ্ধান্ত নেনদুজনই স্বামীকে ডিভোর্স দেনতারপরই দ্বিতীয় বিয়ে করেন৷ যদিও ম্যারেজ রেজিস্টার তাদের বিয়ে মানেননি

বুন্দেলখণ্ডের ম্যারেজ রেজিস্টার আর কে পাল বলেন, ‘এরকম কোনো বিবাহ আইন থাকলে তো বিয়ের অনুমতি দেবসমকামী বিয়ে এখনো আইনস্বীকৃত নয়অনলাইনেও এখনো সরকারি নির্দেশ আসেনিতাদের মধ্যে এক নারী বলেন, ‘৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ঘোষণা করে সমকামিতা অপরাধ নয়তারপর আমাদের আইনজীবী জানান, আমরা একসঙ্গে থাকতে পারবকেউ আমাদের বিরক্ত করতে পারবে নাআমরা কিছুদিন দম্পতির মতো থেকেছিস্বামীকে ডিভোর্স দিয়ে আমরা আইনিভাবে লড়াইয়ে নেমেছিযাতে একসঙ্গে থাকা যায়


শেয়ার করুন

0 facebook: