চ্যানেল-১০ তার প্রতিবেদনে বলেছে, পাথর ও কংক্রিট দিয়ে সমুদ্রের ভেতরে ২০০ মিটার দীর্ঘ একটি দৃশ্যমান বেড়া দেয়া হচ্ছে। এর পাশাপাশি থাকছে ডুবন্ত দেয়াল ও সেন্সর সিস্টেম। এসব অবকাঠামোর ফলে সমুদ্রপথে গাজা থেকে অধিকৃত ভূখণ্ডে প্রবেশ করা সম্ভব হবে না। দখলদার ইসরাইলের উপকূল এবং ইহুদিবাদী নৌবাহিনীর জাহাজ অপারেশন অঞ্চলের মধ্যে এ বাধ নির্মাণ করা হচ্ছে।
গত মে মাসে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। তখনকার যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছিলেন, এ অবকাঠামো নির্মাণের ফলে ইসরাইলের উপকূলে অন্য কারো প্রবেশ করা অসম্ভব হয়ে পড়বে।
গত মে মাসে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। তখনকার যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছিলেন, এ অবকাঠামো নির্মাণের ফলে ইসরাইলের উপকূলে অন্য কারো প্রবেশ করা অসম্ভব হয়ে পড়বে।
ইসরাইল সে সময় আরো দাবি করেছিল যে, ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা সমুদ্রপথে ইসরাইলের ভেতরে ঢুকতে সক্ষম হয়েছিলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: