04 January 2019

কুরআন হাতে শপথ নিলেন মার্কিন মুসলিম এমপিরা


আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রথমবারের মতো নির্বাচিত দুই মুসলিম নারী কুরআন মজিদে হাত রেখে শপথ নিয়েছেনবৃহস্পতিবার ইতিহাস গড়ে তারা এ শপথ নেনতবে কুরআন ব্যবহার করে শপথ নেয়ার ঘটনা এবারই প্রথম নয়২০০৭ সালে কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কেইথ এলিসনও জেফারসনের ওই কুরআন ব্যবহার করে শপথ নিয়েছিলেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১১৬তম কংগ্রেসে এসে প্রথমবারের মতো মুসলিম সম্প্রদায় থেকে দুজন নারী নির্বাচিত হনতারা হলেন- ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব ও সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর৪৩৫ আসনের মার্কিন প্রতিনিধি পরিষদে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তারাই প্রথম প্রতিনিধি

পাবলিক রেডিও ইন্টারন্যাশনাল (পিআরআই) এবং অন্য গণমাধ্যমগুলো জানায়, ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত রাশিদা তালিব তার শপথ নেয়ার জন্য ১৭৩৪ সালে প্রকাশিত পবিত্র কুরআনের ইংরেজি অনুবাদ গ্রন্থটি ব্যবহার করেন, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখক ও দেশটির তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসনের সাথে সম্পর্কিত ছিল

কুরআনের অনুবাদ গ্রন্থে হাত রেখে শপথ নেয়ার কারণ হিসেবে ৪২ বছর বয়সী রাশিদা তালিব বলেন, এটা আমার কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক আমেরিকানই মনে করে ইসলাম যুক্তরাষ্ট্রের ইতিহাসের বাইরের কিছুকিন্তু(বাস্তবে তা নয়) এখানে মুসলমানরা শুরু থেকেই ছিলআজকের কংগ্রেস সদস্যরা ইসলাম সম্পর্কে যা জানে, আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জেফারসন তার চেয়েও বেশি জানতেনমিশিগানের ডেট্রয়েটের বাসিন্দা রাশিদা তালিবের পরিবার ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের ছোট একটি গ্রাম থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল

এ দিকে ৩৭ বছর বয়সী ওমর ইলহান কংগ্রেসের প্রথম সদস্য হিসেবে হিজাব পরেই শপথ নিয়েছেনএ পর্যন্ত এ হাউজে কোনো ধরনের হ্যাট বা হিজাবের ওপর নিষেধাজ্ঞা বহাল ছিলওমর তার দাদার একটি কুরআনের ওপর হাত রেখে শপথ নেনএ দাদাই তাকে আজকের অবস্থানে পৌঁছুতে সাহায্য করেছেনওমরের বাবা নুর মোহাম্মদ মেয়ের 


শেয়ার করুন

0 facebook: