09 January 2019

একসঙ্গে চার সন্তান প্রসব করলেন গৃহবধূ নাজনিন


স্বদেশবার্তা ডেস্কঃ রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূ নাজনিন নাহার (২৮)মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে সন্তানদের জন্ম দেন তিনিচার সন্তানের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়েনাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ এলাকার মামুনুর রশিদের স্ত্রী

মামুনুর রশিদ জানান, 'সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়সেখানে গাইনী চিকিৎসক ফাতেমা সিদ্দিকা বিকেল সাড়ে ৩টার দিকে নাজনিনের অস্ত্রোপচার করেন'

মামুনুর রশিদ স্থানীয় একটি অটো রাইস মিলে চাকরি করেনজন্মের সময় শিশু চারটির মধ্যে ছেলে শিশু দুইটির ওজন হয়েছে আড়াই পাউন্ড ও মেয়ে শিশু দুইটির ওজন ২ পাউন্ড শিশু চারটির দাদা মনসুর রহমানএকসঙ্গে পরিবারে চার সদস্য পেয়ে তার খুশির শেষ নেইনতুন সদস্যদের পেয়ে তারা সবাই খুব খুশিবর্তমানে মা এবং সন্তানরা সুস্থ রয়েছে বলে জানিয়েছে মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ


শেয়ার করুন

0 facebook: