12 January 2019

আল্লামা শফীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন ঢাবির প্রবীণ অধ্যাপক


স্বদেশবার্তা ডেস্কঃ মেয়েদের স্কুল-কলেজে না পড়াতে এবং পড়ালেও সর্বোচ্চ ক্লাস ফোর-ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য মাহফিলে উপস্থিত মুসল্লীদের ওয়াদা করান হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীতার সে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়অনেকেই তাকে আক্রমণ করে বক্তব্য দিতে থাকেন

আল্লাম শফীর সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেছেন, ‘আল্লামা শফির দেয়া বক্তব্য সম্পূর্ণভাবে ইসলাম বিরুদ্ধ কথাইসলাম সকল নারী পুরুষের ওপর জ্ঞান শিক্ষা ফরজ করেছেসেখানে বলেনি যে কাউকে ফোর পর্যন্ত বা কাউকে সিক্স পর্যন্ত পড়তে হবে

তিনি বলেন, ‘পরিবেশের জন্য যদি কোন ছেলে মেয়ের জীবন, চরিত্র নষ্ট হয়, সেগুলো হলো পরিবেশের কারণেকিন্তু শিক্ষা করতে পারবে না এ কথাটা সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ কথাইসলাম প্রত্যেক নারী পুরুষকে জ্ঞান শিক্ষা ফরজ করেছে, যেটি নবীজী বলেছেনকুরআনের প্রথম বাণীই ছিল পড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবীণ এই অধ্যাপক আরো বলেন, ‘আমাদেরকে পরিবেশ দিতে হবেউনি যে কথাগুলো বললেন তাতে আমার মনে হয়েছে, মাথা ব্যাথা হলে মাথাটা কেটে ফেলতে হবেহ্যাঁ, আমাদের সমাজে দুই-একটা ঘটনা ঘটছেতার সংখ্যা হয়তোবা ক্রমান্বয়ে বাড়ছেও

তিনি আরো বলেন, আল্লামা শফিরা এতো বড় জ্ঞানী গুণীরা এ সমাজে থাকতে এ সমাজে এসব হবে কেন? রাসূলতো বলেছেন, আমার প্রচারিত ইসলাম দ্বারা একজন যুবতী নারী দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াবে কিন্তু তার সম্পদ ও সম্ভ্রম কোনটারই আশংকা থাকবে না এবং এটাই রাসূলের জীবন থেকে শুরু করে চারশ বছর পর্যন্ত ইসলামী বিশ্বে নিশ্চিত ছিল

প্রবীণ এই ইসলামিক স্কলারের মতে, আল্লামা শফির বক্তব্য কোনভাবেই ঠিক নয়তিনি বলেন, ‘আমাদের পড়াশোনা ইসলামিক শিক্ষায় কাউকে নিষেধ করেনিসবাইকে শিখতে হবেশিখলেই কেবল দ্বীন-ধর্ম শিখা যাবেমানুষ সুন্দর হবে, সামাজিক হবেআল্লাহকে আল্লাহর রাসূলকে জানতে পারবেকিন্তু পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবেযে পরিবেশ এর কারণে আমাদের মেয়েরা লাঞ্ছিত হয়, নির্যাতিত হয়, নিরাপত্তা বিঘ্নিত না হয় সে পরিবেশ আমাদের তৈরি করতে হবে

উল্লেখ্য, গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আল জমিআতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করার সময় উপস্থিত লোকজনকে তাদের মেয়েদেরকে স্কুল-কলেজে না পড়াতে এবং পড়ালেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য ওয়াদা করিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি

এ সময় মাহফিলে উপস্থিত ১৫ হাজারের অধিক ধর্মপ্রাণ মুসলমানগণ হাত তুলে ওয়াদা করেনআহমদ শফী তার বয়ানে বলেন, আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন নাক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেনআর বেশি যদি পড়ান..., পত্র-পত্রিকায় তো দেখতেছেনমেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে নাবেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে


শেয়ার করুন

0 facebook: