13 January 2019

সব দলকে ফের সংলাপে ডাকবেন প্রধানমন্ত্রীঃ কাদের


স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসা সব দলকে ফের আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদেরকে ফের গণভবনে আমন্ত্রণ জানিয়ে শিগগিরই চিঠি দেয়া হবে

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা এবং আশপাশের জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, মেয়র, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের সঙ্গে যৌথ সভায় ওবায়দুল কাদের একথা জানান

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৩০ ডিসেম্বর ভোটের আগে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর সংলাপ হয়েছিলনির্বাচন সফলভাবে শেষ হয়েছেওইসব দলের সঙ্গে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা ফের কথা বলবেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শনিবার দলের ওয়ার্কিং কমিটি ও উপদেষ্টা পরিষদের সঙ্গে যৌথ সভা করেছেনসেখানে বলেছেন যে, ভোটের আগে যাদের সঙ্গে সংলাপ হয়েছেতাদেরকে ফের গণভবনে আমন্ত্রণ জানাবেনতাদের সঙ্গে মতবিনিময় হবে এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে

তিনি বলেন, এ ব্যাপারে আমরাও সবাই একমত, যারা সংলাপ এসেছিলেনতাদেরকে আবারও নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন। কবে ডাকা হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেয়া হবেতারিখ খুব শিগগিরই জানিয়ে দেয়া হবেসব রাজনৈতিক দল গণভবনে আমন্ত্রিত

একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপএর ডাক দেয়ার পর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সব দলের সঙ্গে বসার উদ্যোগ নেয়া হল। বিএনপিসহ কয়েকটি দল জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গত ১৩ অক্টোবর কামাল হোসেনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করেবদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় যুক্তফ্রন্টও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করেমহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দলটির প্রতিনিধিরাও জাতীয় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন

এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটঅন্যদিকে মাত্র আটটি আসন পায় ঐক্যফ্রন্টতাদের নির্বাচিত প্রতিনিধিরা এখনও শপথ নেয়নিআওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে শপথ নেয়ার আহবান জানানো হয়েছেবিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচন ফল বাতিল দাবিতে ও পুনর্নির্বাচন দাবিতে জাতীয় সংলাপ করার ঘোষণা দেয়


শেয়ার করুন

0 facebook: