স্বদেশবার্তা ডেস্কঃ আশুলিয়ায় মজুরি বৈষম্যের
অভিযোগে টানা ৭ম দিনের মতো শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দিতে
গেলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে । এতে প্রায় ১০ শ্রমিক আহত হয় । রবিবার সকালে আব্দুল্লাপুর-বাইপাইল
মহাসড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে । এছাড়াও
শ্রমিক বিক্ষোভের মুখে ওই এলাকার প্রায় ৩০টি পোশাক কারখানা রবিবারের মতো ছুটি
ঘোষনা করা হয়েছে ।
কারখানার শ্রমিক ও পুলিশ
সুত্র জানায়, রবিবার সকাল ৮ টার পর থেকেই শ্রমিকরা আব্দুল্লাপুর-বাইরাইন
সড়কে নেমে আসে । এসময়
জামগড়া এলাকার বেশ কিছু কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে । খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে
শ্রমিকদের সড়িয়ে দেওয়ার চেষ্টা করে । পরে
সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষুব্দ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ
করলে পুলিশও লাঠিচার্য শুরু করে । এসময়
শুরু হয়ে যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। পরে টিয়ারসেল ও জলকামান নিক্ষেপ করে
শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় । এতে
প্রায় ১০ শ্রমিক আহত হয় ।
এছাড়াও ওই এলাকায়
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে ।
শিল্প পুলিশ ঢাকা-১ এর
এসপি সানা সামিনুর রহমান বলেন, শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করলে জলকামান
নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় । বর্তমানে
পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে । এছাড়াও
যে কোন অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও তিনি
জানান ।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: