14 January 2019

আশুলিয়ায় বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে গেছেন শ্রমিকেরা


স্বদেশবার্তা ডেস্কঃ পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ছয় গ্রেডে বাড়ানোর সিদ্ধান্তের পরদিনই আজ সোমবার শুলিয়ার প্রায় ৫০টি কারখানা থেকে শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে গেছেনবেলা পৌনে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি

আজ হামীম গ্রুপের সামনে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশপুরো আশুলিয়া এলাকায় আজ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি করতে দেখা গেছে

আজ অবশ্য সাভারের কারখানায় অবশ্য কোনো অসন্তোষের খবর পাওয়া যায়নি

পোশাক শ্রমিকদের এক সপ্তাহের আন্দোলনের মুখে গতকাল সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ছয় গ্রেডে ১৫ থেকে ৭৪৭ টাকা বৃদ্ধির মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়গত ডিসেম্বর থেকে এই কাঠামো কার্যকর হবেডিসেম্বরের বেতন হয়ে যাওয়ায় আগামী ফেব্রুয়ারি থেকে বকেয়া বাড়তি বেতন পাবেন শ্রমিকেরা

আজ আশুলিয়ার কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে আসেনতবে কাজ না করে বের হয়ে যান
জামগড়ার এনভয় কারখানার সামনে কথা হয় দুজন শ্রমিকের সঙ্গেতাঁরা বললেন, বেতন বেড়েছে কারও এক হাজার টাকা, কারও ১২০০ টাকাকিন্তু আমাদের দাবি ছিল, মূল বেতন বাড়াতে হবেতা বাড়েনি

দুই শ্রমিক বলেন, মূল বেতন বাড়লেই কেবল ওভার টাইম বা অন্যান্য সুযোগ বাড়েকিন্তু তা হয়নিএ জন্যই তাঁদের ক্ষোভ

এনভয়ের শ্রমিকেরা জানান, তাঁরা আজ কাজ শুরু করেছিলেনকিন্তু বাইরে থেকে অন্য শ্রমিকেরা এসে তাদের ডাকেডাক শুনে তারা কাজ ফেলে চলে আসেন

আজ পুরো আশুলিয়া এলাকায় বারবার পুলিশের পক্ষ থেকে মাইকিং হচ্ছেমাইকিংয়ে শ্রমিকদের উদ্দেশে বলা হচ্ছে, সরকার নতুন বেতন কাঠামো করেছেনএখন যেসব শ্রমিক কাজ করবেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কাজ করুনকেউ কাজ না করতে চাইলে বের হয়ে যানকাজে বিঘ্ন ঘটাবেন না

আশুলিয়ার প্রায় সব কারখানার সামনে আজ পুলিশ মোতায়েন আছেপুলিশ, বিজিবি ও র‍্যাবের একাধিক দল টহল দিচ্ছে


শেয়ার করুন

0 facebook: