14 January 2019

নির্বাচনী এজেন্ডা থাকলে প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেবে ঐক্যফ্রন্ট


স্বদেশবাার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর সংলাপে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক এজেন্ডা থাকলে এতে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার দুপুরে সিলেটে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল

বালাগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের পরিবাবের খোঁজখবর নিতে সিলেটে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। উল্লেখ্য, রবিবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, “যাদের সঙ্গে আলোচনা হয়েছিলো খুব শিগগিরই তাদেরকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রীতারা যদি গণভবনে আসেন তাহলে তো সামনা-সামনি তাদের আমরা অনুরোধও করতে পারি সংসদে আসার জন্য


শেয়ার করুন

0 facebook: