14 January 2019

আইনের শাসন বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ


স্বদেশবার্তা ডেস্কঃ সুশাসন ও আইনের শাসন বাস্তবায়নের জন্য নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘগতকাল রোববার জাতিসংঘ বাংলাদেশ অফিসের ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

জাতিসংঘের বার্তায় উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের ২০৩০ সালের বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এসডিজির ১৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভূক্তিমূলক সমাজ, সুশাসন ও আইন শাসন বাস্তবায়ন প্রচেষ্টার জন্য বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

সার্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ তার প্রতিশ্রুতি রাখবে বলেও আশা প্রকাশ করেছে জাতিসংঘএই প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে সব দেশের মতোই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবেএছাড়া মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকা পালনকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ


শেয়ার করুন

0 facebook: