15 January 2019

স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাফ চাইতে হবেঃ কাদেরের প্রতি ফখরুল

ছবিঃ সংগৃহিত
স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনে প্রহসনভোট ডাকাতিরঅভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে প্রকাশ্যে মাফ চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবদল কর্মী ফয়সাল হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ক্ষমতাসীনদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘গত ৩০ তারিখের নির্বাচনের পর থেকে দেশ দখলদারিতে পরিণত হয়েছেপ্রতিটি জেলায় নির্যাতন, লুট ও চরম নৈরাজ্য সৃষ্টি করেছেতারা ফাঁকা মাঠে গোল করার যে গ্রুপিং করেছিল তা জাতির সামনে উঠে আসছেযত কৌশল নিয়েছিল তা উঠে আসেছেতাদের লজ্জা নেই, শরম নেইতারা মহাবিজয়ের কথা বলছেঅথচ মহাবিজয়ে সারা দেশের মানুষের মুখে কোনো হাসি নেই'

বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (আওয়ামী লীগ) এতো বড় একটা চুরি করেছে যে তা এখন সামাল দিতে পারছে নাস্টেডিয়ামে গিয়ে জাতির কাছে তাদের মাফ চাইতে হবেপ্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, যাদের সঙ্গে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সংলাপ করেছেন, তাদের সঙ্গে তিনি আবার সংলাপে বসবেন ও চায়ের আমন্ত্রণ জানাবেনএকাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের অ্যাজেন্ডা থাকলে আমরা সংলাপে যাবো, নাহলে যাব নাএটাই ঐক্যফ্রন্ট ও বিএনপির সিদ্ধান্ত’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত রোববার সংলাপের প্রসঙ্গটি তুলেছিলেনতিনি বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের আবার আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী। তথ্যঃ ফাষ্টটডে


শেয়ার করুন

0 facebook: