19 January 2019

নৈতিক পরাজয় ঢাকতে আ’লীগের বিজয় উৎসবঃ ফখরুল


স্বদেশবার্তা ডেস্কঃ ভোট ডাকাতি করে আওয়ামী লীগের যে নৈতিক পরাজয় হয়েছে তা থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্য বিজয় উৎসব পালন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় দলটির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি

মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্রের পরাজয় হয়েছে, সঙ্গে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছেকারণ, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে

বিএনপি মহাসচিব বলেন, ঐক্যফ্রন্ট আছে, থাকবেআমাদের মাঝে কোনো টানাপোড়েন নেই

তিনি বলেন, আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, যিনি জাতিকে স্বাধীনতায় অনুপ্রাণিত করেছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার জন্মদিনে আওয়ামী লীগ  উৎসব পালন করতে যাচ্ছেপ্রকৃতপক্ষে আওয়ামী লীগের গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেইতারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু বিশ্বাস করে না

ফখরুল বলেন, আজকের এই দিনে আমরা শপথ নিয়েছিগণতন্ত্রকে আমরা মুক্ত করবোসর্বোপরি যিনি গণতন্ত্রের পতাকা ধরে আছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকেও মুক্ত করবোতারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান মো. শাজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ডা. ফরহাদ হালিম ডোনারসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদলের নেতাকর্মীরা


শেয়ার করুন

0 facebook: