নিজস্ব প্রতিনিধিঃ প্রেমের টানে ব্রাজিল ছেড়ে কুমিল্লায় আসা এক তরুণীর খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সব বাধা পেরিয়ে পা রেখেছেন কুমিল্লা লাকসামে দোগাইয়া গ্রামের হিরুর বাড়িতে। খবর পেয়ে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য লোক ভিড় জমাচ্ছেন হিরুর বাড়িতে।
প্রেমের টানে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল থেকে কুমিল্লায় প্রেমিকের বাড়িতে চলে এলেন জুলিয়ানা। অবশেষে পছন্দের মানুষের সঙ্গে বিয়েও সেরে ফেললেন জুলিয়ানা। জুলিয়ানার প্রেমিকের নাম আবদুর রব হিরু। কুমিল্লার লাকসাম উপজেলার দোগাইয়া গ্রামে তার বাড়ি। বাবার নাম আবুল খায়ের।
বিদেশিনীর সঙ্গে প্রেমের বিষয়ে হিরু বলেন, সিলেট মদনমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক শেষবর্ষে পড়ার সময় জীবিকার তাগিদে পাড়ি জমান বাহরাইনে। সেখানে ইংরেজি ভাষা শিক্ষা সেন্টারে ২০১২ সালের ৬ জুলাই তার সঙ্গে জুলিয়ানার পরিচয় হয়। পরে ফেসবুকে শুরু হয় মেসেজ আদান-প্রদান ও কথাবার্তা। এক সময় তা প্রেমে রূপ নেয়।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমেই জুলিয়ানার সঙ্গে হিরুর বিয়ের কথাবার্তা শুরু হয়। জুলিয়ানা তার বাবা মারকোস জিয়ানিংয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। গত ৩১ অক্টোবর বাবা-মেয়ে দু’জন বাংলাদেশে আসেন। ঢাকায় বিমানবন্দর থেকে তাদের স্বাগত জানিয়ে আনেন হিরু ও তার স্বজনরা।
পরে ঢাকার কাকরাইল কাজী অফিসে গিয়ে জুলিয়ানা ইসলাম ধর্ম গ্রহণ করেন। ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। এরপর মিরপুর-২ নম্বরে একটি ভাড়া বাসায় উঠেন তারা। গত সপ্তাহে জুলিয়ানা ও তার বাবাকে নিয়ে কুমিল্লার লাকসামের নিজ বাড়িতে আসেন হিরু।
হিরু জানান, জুলিয়ানা কিছু বাংলা বলতে শিখেছেন। এই বিয়েতে দুই পরিবার-ই খুশি। বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের প্রচুর সমর্থক আছে শুনে জুলিয়ানা বিস্মিত হয়। বিশেষ করে ঢাকা লালবাগের কেল্লা দেখতে যাওয়ার সময়ও ব্রাজিলের পতাকা উড়তে দেখে। গ্রামের বাড়িতে জুলিয়ানাকে দেখতে শত শত মানুষ ভিড় করে। হিরুর বাবা নবদম্পতিকে নিয়ে আনন্দের কথা জানিয়েছেন সবাইকে।
খবর বিভাগঃ
কুমিল্লা
বিভাগীয় সংবাদ
0 facebook: