15 July 2019

কুলাউড়ায় নতুন বিদ্যুতের ট্রান্সফরমার, খুটি, লাইন স্থাপনের পর থেকেই বিদ্যুৎ এর বিরাট সমস্যা শুরু


নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন গাজীপুর গ্রাম, এ গ্রামে গত এক সপ্তাহ আগে বিদ্যুৎ এর পুরাতন সব লাইন সরিয়ে নতুন ভাবে ট্রান্সফরমার,  লাইন, খুটি স্থাপন করা হয়। এর পর থেকেই শুরু হয় গাজীপুর গ্রাম সহ স্থানীয় বাজারে বিদ্যুৎ এর চরম দুর্ভোগ, গত এক সপ্তাহ থেকে বিদ্যুৎ একেবারেই নাই বললেই চলে, মাঝে মধ্যে কিছু সময়ের জন্য আসে এছাড়াও সামন্য বৃষ্টি হলেই চলে যায়, কিছু সময়ের জন্য আসলেও এতে কোন কাজই সর্ম্পুণভাবে করা সম্ভব হয় না।

স্থানীয় ব্যবসায়ীরা জানান বিদ্যুতের এমন সমস্যায় আমাদের ব্যবসায় অনেক ক্ষতি নেমে এসেছে। এ বিষয় গাজীপুর বাজারের সভাপতি মুহম্মদ খুরশেদ আলী ও সেক্রেটারি জাবের আহমদ খান জানান আমি একাধিকবার বিদ্যুতের ওয়াপদা অফিসে কল দিয়ে জানালে উনারা বলেন কিছু সময়ের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে কিন্তু সেই কিচ্ছুক্ষন যে কতক্ষন সেটা বুঝার উপার নাই।

তিনি আরও বলেন বিদ্যুতের এ ধরনের সমস্যায় এলাকার শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। আবার বিদ্যুতের সম্যায় মোবাইলের নেটওয়ার্ক সহ ইন্টারনেট সমস্যায় আছি আমরা।   


শেয়ার করুন

0 facebook: