আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামে পৌত্তলিকতা নিষিদ্ধ। তাই ধর্মান্তরিত না হলে মুসলিমের সঙ্গে হিন্দুর বিয়ে ইসলামী মতে অসিদ্ধ। সে কথা মেনে নিয়েও ওই বিবাহজাত সন্তানকে বৈধ বলেই স্বীকৃতি দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট।
বুধবার আনন্দবাজারের খবরে বলা হয়, মঙ্গলবার বিচারপতি এনভি রামান্না এবং বিচারপতি এমএম শান্তনাগৌরদারের বেঞ্চ এ রায় দিয়েছেন। সেখানে দাবি করা হয়, ইসলামী মতে বিয়ে তিন রকম- সিদ্ধ, অসিদ্ধ, অবৈধ। সিদ্ধ বিয়ে ভেঙে গেলে তা বাতিল বলে গণ্য। আর রীতিবিরুদ্ধভাবে বিয়ে হয়ে থাকলে তা অসিদ্ধ। মুসলিম পুরুষের সঙ্গে হিন্দু নারীর বিয়ে, অর্থাৎ ধর্মান্তর না হওয়া হিন্দু নারীর বিয়ে ইসলামী মতে অসিদ্ধ। আদালত সে কথা মেনেও নিয়েছেন।
কিন্তু মুহাম্মদ ইলিয়াস এবং ভাল্লিয়াম্মার সন্তানকে বৈধ সন্তান বলেই গণ্য করতে হবে এবং বৈধ সন্তানের যাবতীয় অধিকার দিতে হবে বলে বিচারপতিদের রায়। আদালতের পর্যবেক্ষণ, বিয়ের সময় ভাল্লিয়াম্মা হিন্দু ছিলেন বলে ইলিয়াসের সঙ্গে তার বিয়ে ধর্মমতে সিদ্ধ নয়, আবার আইনের চোখে বেআইনিও নয়। এটা শুধু ‘অসিদ্ধ’ বিয়ে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: