![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ইলিয়ট এঙ্গেল।
রোহিঙ্গাদের পাশে থাকার পাশাপাশি এ সংকট সমাধানে বিভিন্ন স্টেট হোল্ডাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার এঙ্গেলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ সফরে আসার আশা প্রকাশও করেন তিনি।
হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে রোহিঙ্গাদের ওপর অত্যাচারের নিন্দা ও মিয়ানমারের ওপর চাপ আরোপের প্রস্তাব গৃহীত করার জন্য কংগ্রেসম্যান এঙ্গেলকে ধন্যবাদ জানান শহিদুল হক। যাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয়। পরে পররাষ্ট্র সচিব মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং মার্কিন সিনেট ফরেন রিলেসন্স কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বাংলাদেশের বিদেশি সম্পর্কের বিভিন্ন দিক, চলমান রোহিঙ্গা সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে তাদের ব্রিফ করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্টের ভারপ্রাপ্ত ডেপুটি সহকারী জেনিফার ভেদে এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারপ্রাপ্ত প্রতিনিধি জাবা রায়উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: