02 February 2019

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাই্ল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোরে উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাটারী সীমান্তের ওপারে ভারতের নিউ কুচলিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত আশাদুল ইসলাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় বাউরা ইউনিয়নের ডাঙ্গাটারী (মেছেরঘাট) গ্রাম সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে রাখাল দলের কয়েকজন সদস্য সীমান্তের ওপারে যান। আজ শনিবার ভোরে তারা ভারতের মেকলিগঞ্জের সীমান্তের নিউ কুচলিবাড়ি গ্রাম সীমান্ত দিয়ে ফেরত আসার সময় নিউ কুচলিবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যদের ছোঁড়া গুলিতে আশাদুল ইসলাম নিহত হন। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত আশাদুলের লাশ বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বাউরা ইউনিয়নের ৬ নম্বর ইউপি সদস্য বলেন, নিহত আশাদুলে বাড়ি তার ওয়ার্ডেই।

এদিকে এ বিষয়ে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তাফিজার রহমান বলেন, সীমান্তে নিহতের বিষয়টি এখনও তিনি নিশ্চিত নন।


শেয়ার করুন

0 facebook: