ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ আগামীকাল সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শনিবার এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত চেকআপ ও চিকিৎসা শেষে এরশাদ দেশে ফিরবেন ৪ ফেব্রুয়ারি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।
এতে আরো বলা হয়, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে এখন হাসপাতালের বাইরে আছেন। তার শারীরিক অবস্থা এখন অনেক ভালো।
উল্লেখ্য, নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য গত ২০ জানুয়ারি সিঙ্গাপুর যান এরশাদ।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: