ছবিঃ সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের রাজধানীর কায়রোর কাছে প্রাচীন টলেমি সাম্রাজের সমাধিতে ২৩০০ বছরের পুরোনো অর্থাৎ তোলেমাইক যুগের ৫০ টি মমির সন্ধান মিলেছে।
কায়রোর দক্ষিণাঞ্চলের শহর মিনইয়ার টুনা এল জেবালে ৪ টি সমাধিতে এদের সন্ধান মেলে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, প্রাচীন মিশরের মধ্যবিত্তদের পারিবারিক সমাধি এটি। প্রতিটি সমাধিই ৯ মিটার গভীর। দেশটির প্রত্মতাত্ত্বিকদের ধারনা, এগুলো খ্রিষ্টপূর্ব ৩০৫ থেকে ৩০ সময়ের মধ্যে।
উদ্ধারকৃতদের মধ্যে ১২ টি শিশুর মমি। বাকীগুলো প্রাপ্তবয়স্ক নারী-পুরুষদের। এদের পরিচয় মেলেনি। তবে ধারনা করা হচ্ছে, টলেমি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি এরা।
সম্প্রতি মিনায়ার এল গাবেল তুনার ৩০ ফিট গভীরে চারটি সমাধিকক্ষ থেকে এসব মমি উদ্ধার করা হয়েছে। এসব মমির কয়েকটি কাপড়ে মোড়ানো ছিলো। আবার কয়েকটি পাথর ও কাঠের কফিনে রাখা ছিলো।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
সাহিত্য ও সংস্কৃতি
0 facebook: