13 February 2019

প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মুক্তি দাবি আদালত অবমাননার শামিল


স্বদেশবার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি আদালত অবমাননার শামিল।

গতকাল মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। এজন্য বিএনপিকে ক্ষমা চাওয়ার কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত মূলত একই আদর্শে রাজনীতি করে। আপাতদৃষ্টিতে দুটি দল মনে হলেও আসলে তারা এক দল। এ কারণে তারা কেউ কারও কাছ থেকে আলাদা হবে না।



শেয়ার করুন

0 facebook: