18 February 2019

মনোনয়ন জমা নিয়ে বগুড়ায় আ’লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৩


স্বদেশবার্তা ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এতে এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুসহ উভয়পক্ষে ১৩ নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল হাই খোকনের সোমবার বিকালে মনোনয়নপত্র দাখিলের কথা। দুপুরের আগ থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমাবেত হতে থাকেন। বেলা সাড়ে ১২টায় সমাবেত নেতাকর্মীর ভিড়ে ধাক্কা লাগার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর সঙ্গে এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ তারেক হেলালের বাগ্বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে হেলালের লোকজন ক্ষিপ্ত হয়ে বনি আমিন মিন্টুকে মারধর করেন। খবর পেয়ে বনি আমিন মিন্টুর লোকজন এলাঙ্গী ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা করেন। তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষে ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, ইউপি সদস্য ডাবলু, যুবলীগ নেতা বনি আমিন মিন্টুসহ ১৩ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ইউপি সদস্য ডাবলুর অবস্থা আশঙ্কাজনক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, দলীয় প্রার্থীর মনোনয়ন দাখিল উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হন। সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ বিষয়ে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সংঘর্ষে হেলাল পক্ষের ৫-৬ জন ও মিন্টু পক্ষের ২-৩ জন আহত হয়েছেন।


শেয়ার করুন

0 facebook: